ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি :কুমিল্লার চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের সঙ্গে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনা থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ওসি মো. আতিকুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক ও মাই টিভি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি শাহজালাল সরকার সাজু এবং সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন-এর প্রতিনিধি মো. ইয়াছিন আরাফাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি একে এম আজাদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার পারভেজ শিমুল, অর্থ সম্পাদক মো. আবুল খায়ের, সহকারী অর্থ সম্পাদক নূর মোহাম্মদ শ্রাবণ, দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সদস্য মো. আনিছুর রহমান আনাছ, মো. মোশারফ হোসেন ও বায়জিদ হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।
সভায় নবাগত ওসি মো. আতিকুর রহমান বলেন, চান্দিনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় চান্দিনাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।