এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,৷ ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি -এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডঃ শায়খুল আরিফিন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস সহ প্রশাসনের কর্মকর্তা ,নারী উদ্যোক্তা,অদম্য নারী সহ বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সমাজে বিশেষ অবদান রাখার জন্য ১০ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : 
























