এইচ এম নাসির উদ্দিনঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-১(রাজাপুর–কাঠালিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি নূরুল্লাহ আশরাফী (পীর সাহেব তালগাছিয়া) আগামী নির্বাচনে আস্থা ও সমর্থন চেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মুফতি নূরুল্লাহ আশরাফী বলেন, রাজাপুর-কাঠালিয়ার মাটি ও মানুষ আমার আপন। এলাকার প্রতিটি ঘরে শান্তি, ন্যায় এবং নৈতিকতার পরিবেশ প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। আলেম-উলামা, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সমন্বয়ে একটি সুশাসিত সমাজ গঠনে আমি কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এই অঞ্চলের উন্নয়ন দীর্ঘদিন ধরে থেমে আছে। রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা—সবক্ষেত্রেই মানুষ অবহেলিত। আমাকে বিজয়ী করলে ইনশাআল্লাহ জনগণের পাশে থেকে বাস্তব উন্নয়ন নিশ্চিত করব।
এ সময় তিনি আরও বলেন,
আমি কারও বিরুদ্ধে নই, মানুষের কল্যাণে রাজনীতি করি। সবাইকে অনুরোধ করছি রিকশা মার্কায় ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিন।
উল্লেখ্য, মুফতি নূরুল্লাহ আশরাফী ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন। ইসলামি আইন বিষয়ে মুফতি ডিগ্রি লাভ করেন যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে। তিনি তালগাছিয়া মাদরাসা ও খানকাহর পরিচালক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য এবং ঝালকাঠি জেলা শাখার সভাপতি। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান, খেলাফত মজলিস ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, সহ-সভাপতি মুফতি জাকারিয়া আদনান, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাও. আলাউদ্দিন ও মাও. মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থী নূরুল্লাহ আশরাফী এবং নির্বাচনকে সামনে রেখে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।