মোঃ নয়ন ইসলাম, ডিমলা নীলফামারী প্রাতিনিধি :
নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর শিগগির সুস্থতার জন্য বিশেষ মুনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান, অধ্যাপিকা সেতারা সুলতানা, এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের মোনাজাত শেষে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারা দেশের প্রেক্ষাপটে তুহিন ভাইয়ের নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করার জন্য সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়া, উপস্থিত নেতারা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তার স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য দোয়া করেন এবং শিগগিরই তাকে স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা একটি কর্মীসভায় মিলিত হয়ে বিভিন্ন নির্বাচনী প্রস্তুতি ও দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন।