
এস এ খান শিল্টু মেহেরপুর প্রাতিনিধি : বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দুঃস্থ ছাত্রীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখা।
বুধবার সকাল ১১টার দিকে কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।
র্যালি শেষে কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল স্কুল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক এম এ মুহিত। সভায় সভাপতিত্ব করেন রফিকুল আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের গুরুত্ব, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং শিক্ষা ও সচেতনতার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একটি হৃদয়স্পর্শী অংশ ছিল কয়েকজন দুঃস্থ ও মেধাবী ছাত্রীর মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং শিক্ষা উপকরণ বিতরণ। বিতরণ কার্যক্রমে উপস্থিত সবাই এ উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা সারা বছর নানা কর্মসূচি পালন করে যাবে।



















