মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি :আজ দুপুর ১২ টায় পাথরাজ সরকারি কলেজে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অত্র কলেজের জীববিদ্যা বিভাগের প্রভাষক মোঃ রুহুল আমিন লিটন।রুহুল আমিন লিটন তার বক্তব্য বলেন আমাদের ন্যায্য দাবি গুলির না মানলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লাগাতারএবংকঠোর কর্মসূচি দেওয়া হবে।উক্ত মানববন্ধন কর্মসূচিতে অত্র কলেজ সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,প্রভাষক মোঃ মোবারক আলী, প্রভাষক, নিয়ামুল হাবিব প্রধান,প্রভাষক, মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক, রবীন্দ্রনাথ বর্মন। শিক্ষক শিক্ষিকারা যেসব ন্যায্য দাবি উপস্থাপন করেন
১।দ্রুত পদ সোপান তৈরি করে পদোন্নতি করতে হবে।
২।আত্মিকৃত শিক্ষক কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের পে প্রোটেকশন দ্রুততম বাস্তবায়ন করতে হবে।
৩।শিক্ষকদের চাকুরী বদলি যোগ্য করতে হবে।।
৪।দ্রুততম সময়ে ও সহজে চাকুরী স্থায়ীকরণ করতে হবে।