
মো: আকরাম শাহ বিজয়নগর উপজেলা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে থানা পুলিশের নিঁখুত পরিকল্পনা ও দ্রুত অভিযানে আবারও ধরা পড়ল চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় কর্মকাণ্ড। গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর বিকেল ৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম টোলপ্লাজার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি সন্দেহভাজন মিনি ট্রাক আটক করে। পুলিশ জানায়, আটককৃত ট্রাকটিতে অত্যন্ত কৌশলে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় অবৈধ পণ্য। তল্লাশি শেষে ট্রাক থেকে পাওয়া যায়। ৩,৪২৮ পিস ভারতীয় POND’S ফেসওয়াস,১০০ পিস NIVEA লোশন এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকেই চোরাচালানের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।গ্রেফতারকৃত দুই চোরাকারবারীর পরিচয় মৃত মুনাফ্ফর হোসেন ছেলে মোঃ জামাল আহাম্মেদ (২৭) এবং মৃত ইসমাইল আলী ছেলে মোঃ রমজান আলী (৩২) উভয়ের স্থায়ী ঠিকানা ঘাটের চটি, বিল্লালের বাড়ী,জৈয়ন্তিয়াপুর, উপজেলা ,সিলেট জেলায়।
ঘটনার বিষয়ে আশুগঞ্জ থানা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্ত অঞ্চল ব্যবহার করে অবৈধভাবে প্রসাধনী, ভোগ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য দেশের বাজারে প্রবেশ করাচ্ছে। জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অপরাধ দমনে পুলিশ শূন্যসহিষ্ণু নীতি গ্রহণ করেছে।
চোরাচালান দমনে এ অভিযান একটি বড় সফলতা উল্লেখ করে থানা পুলিশ আরও জানায়, ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ওই চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে



















