
মুজিবুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য ও গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে এক হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রদল নেতা নাজমুল গণি লাভলু।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় ও নাজমুল গনি লাভলুর সভাপতিত্ব শীতার্থদের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান (বাবলু)। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ থানা বিএনপি সদস্য ও যিদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য মোশাররফ হোসেন লিটন, খোরশেদ আলম কাজল, রুহুল আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ শাওন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুবর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, পৌর কৃষক দলের সভাপতি হায়দার আলী শেখসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নাজমুল গণি লাভলু বলেন, গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন ভাইয়ের দিক নির্দেশনায় আজ আমি ১ হাজার শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন ব্যাপকভাবে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড করতে পারি।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।



















