এস এ খান শিল্টু মেহেরপুর প্রাতিনিধি :মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নাবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক, গাংনী প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সময় টিভির বেন ইয়ামিন মুক্ত,চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান প্রথম আলোর জেলা প্রতিনিধি আবু সাঈদ,৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল দৈনিক খবরের জেলা প্রতিনিধি মেহের আমজাদ সহ মেহেরপুর জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা ও পরিচিতি পর্বের পর পরই মেহেরপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিনিয়র সাংবাদিকরা প্রশ্ন করেন, মেহেরপুর ভারতের সীমান্ত ঘেসা জেলা মাদকের ব্যাপকতা রোধ সীমান্ত হত্যা, নারী শিশু পাচার, অবৈধ অস্ত্র উদ্ধার আত্মহত্যা মূলক প্রবণতা ও সড়ক দুর্ঘটনার কথা, স্কুল-কলেজের পার্শ্ববর্তী টং দোকানগুলোতে বখাটে ছেলেদের উৎপাত সহ মেহেরপুরের আইন-শৃঙ্খলা জনিত সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মেহেদী হাসান দিপু, মেহেরপুর সদর থানার নাবাগত ওসি হুমায়ুন কবির,গাংনীর থানার ওসি উত্তম কুমার দাস, মুজিবনগর থানার নবাগত ওসি সহ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ।
সাংবাদিকদের সকল প্রশ্নের জবাবে নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন আমি মেহেরপুর জেলায় নতুন এসেছি এই জেলার ভৌগোলিক অবস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে কেমন ছিল আমি এখনো বুঝে উঠতে পারেনি। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন, আইন-শৃঙ্খলা স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে আনতে আমি প্রশাসনিক সব ধরনের ব্যবস্থা নেব, এবং খুব অচিরেই মেহেরপুরের জনগণ তা উপভোগ করবে