, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ ডিসেম্বর শ্রীপুর মুক্ত দিবস টিএম বুথে অদৃশ্য টাকা: সাহায্যের আড়ালে নিপুণ প্রতারণা ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল ডিমলায় মশাল মিছিল: ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ নবাগত ধুনট থানার ওসিকে স্বেচ্ছাসেবক দলের সৌজন্য সাক্ষাৎ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ বগুড়ায় আদালত চত্ত্বর থেকে পালানো আসামি গ্রেপ্তার মহান বিজয় দিবস উপলক্ষে উদ্দীপনা ও তারুণ্যের মিলনমেলা বগুড়া ধুনটে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে ১০ দিনের নবজাতক বাড়ির উঠান থেকে উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রামজীবন মন্ডলটারি গ্রামে মঙ্গলবার একটি ১০/১২ দিনের নবজাতক শিশু (ছেলে) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই গ্রামে মুখলেসুর রহমানের বাড়িতে মঙ্গলবার ৯ ডিসেম্বর রাত (৯) নয়টার দিকে তার বাড়ির উঠানে কে বা কারা ওই নবজাতক শিশুকে রেখে শটকে পড়ে। এ সময় মোখলেসুর রহমানের স্ত্রী জেসমিন বেগম শিশুটিকে দেখতে পায় এবং বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। এ সময় আশেপাশের লোকজন তার বাড়িতে ছুটে আসেন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লালমনিরহাট সদর থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে ছুটে যায় এবং শিশুটিকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে শিশুটি মুখলেসুর রহমানের বাড়িতেই আছে। শিশুটি বর্তমানে সেখানে সুস্থ আছে।
জানা গেছে, শিশুটিকে দেখতে দূর -দুরন্তর থেকে লোকজন ছুটে আসছেন। দেশের এবং দেশের বাইরের লোকজন শিশুটিকে দত্তক নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। মোখলেসুর রহমান ও তার স্ত্রী জেসমিন বেগম জানান, শিশুটির ব্যাপারে তার বাড়ির লোকজন এবং সন্তানদের মায়া পড়ে গেছে। এই দম্পতি শিশুটিকে যত্নে লালন-পালন করে বড়ো করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়। তিনি বিষয়টি পুলিশ সুপার, সমাজসেবা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন। বর্তমানে এ ব্যাপারে  যথাযথ আইনি ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনএ পরীক্ষার পর আদালতের মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়

১২ ডিসেম্বর শ্রীপুর মুক্ত দিবস

লালমনিরহাটে ১০ দিনের নবজাতক বাড়ির উঠান থেকে উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য

প্রকাশের সময় : ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রামজীবন মন্ডলটারি গ্রামে মঙ্গলবার একটি ১০/১২ দিনের নবজাতক শিশু (ছেলে) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই গ্রামে মুখলেসুর রহমানের বাড়িতে মঙ্গলবার ৯ ডিসেম্বর রাত (৯) নয়টার দিকে তার বাড়ির উঠানে কে বা কারা ওই নবজাতক শিশুকে রেখে শটকে পড়ে। এ সময় মোখলেসুর রহমানের স্ত্রী জেসমিন বেগম শিশুটিকে দেখতে পায় এবং বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। এ সময় আশেপাশের লোকজন তার বাড়িতে ছুটে আসেন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লালমনিরহাট সদর থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে ছুটে যায় এবং শিশুটিকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে শিশুটি মুখলেসুর রহমানের বাড়িতেই আছে। শিশুটি বর্তমানে সেখানে সুস্থ আছে।
জানা গেছে, শিশুটিকে দেখতে দূর -দুরন্তর থেকে লোকজন ছুটে আসছেন। দেশের এবং দেশের বাইরের লোকজন শিশুটিকে দত্তক নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। মোখলেসুর রহমান ও তার স্ত্রী জেসমিন বেগম জানান, শিশুটির ব্যাপারে তার বাড়ির লোকজন এবং সন্তানদের মায়া পড়ে গেছে। এই দম্পতি শিশুটিকে যত্নে লালন-পালন করে বড়ো করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়। তিনি বিষয়টি পুলিশ সুপার, সমাজসেবা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন। বর্তমানে এ ব্যাপারে  যথাযথ আইনি ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনএ পরীক্ষার পর আদালতের মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে।