, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত; নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’ অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি,চক্রের ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা নবীনগরে গোলাগুলিতে যুবক গুরুতর আহত, পুলিশের তদন্ত অব্যাহত লালমনিরহাটের সাফল্যে গাঁথা শিবরাম স্কুল, সুনাম অর্জনে প্রথম ডিমলায় আল আমিন ছুরিকাঘাতের ঘটনায় আরো আটক- ১, মোট গ্রেফতার-৫ হাদীর ওপর গুলিবর্ষণ: গ্রেপ্তার দাবিতে চান্দিনায় বিএনপির বিক্ষোভ মাকে মারধর ও নির্যাতন ছেলের, মাদকাসক্ত ছেলেকে কোমরসমান মাটিতে পুঁতে দিল এলাকাবাসী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ মিছিল

এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।
শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালাচ্ছে। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। নির্বাচনী সহিংসতা বন্ধ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি ও চট্টগ্রাম-৮ সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন অনতিবিলম্ব হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
প্রতিবাদ মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার, নির্বাচনী সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জেলা বিএনপির নেতারা জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক না হলে এবং সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জনপ্রিয়

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রকাশের সময় : ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।
শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালাচ্ছে। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। নির্বাচনী সহিংসতা বন্ধ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি ও চট্টগ্রাম-৮ সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন অনতিবিলম্ব হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
প্রতিবাদ মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার, নির্বাচনী সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জেলা বিএনপির নেতারা জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক না হলে এবং সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।