
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আফতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া সদর উপজেলা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে মামা-ভাগ্নে একাদশ, স্কর্ট একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলফাজ হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হুসাইন সাঙ্গদী, আলহাজ মো. দেলোয়ার হোসেন, আলহাজ মোয়াজ্জেম হোসেন ও শ্রমিক নেতা আলিফ মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনি শেখ, আহসান হাবিব, নান্নু প্রামাণিক, তৌহিদুল ইসলাম শাহীন, আলহাজ হোসেন প্রাং, নয়ন প্রাং, আলহাজ হোসেন, বুলবুল আহম্মেদ, লিপন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কাজের পাশাপাশি শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। সবাইকে নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।”
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে খাসি এবং বিজিত দলের হাতে রাজহাঁস তুলে দেন।



















