এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলায় আহত হওয়ার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক সাহিনের সভাপতিত্বে এবং বগুড়া জেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, ইদ্রিস আলী শাকিদার, মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, আব্দুল মান্নান, নাসির উদ্দিন নাসির, প্রচার সম্পাদক নুরুল আজাদ, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী কহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও উপজেলা তাঁতি দলের সভাপতি রেজাউল করিম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন, শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহান পুটু, সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন ছোটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান দোয়া পরিচালনা করেন।