
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চান্দিনায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মো. মফিজুল ইসলাম ভূঁইয়া, চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, সাবেক যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. শরীফ খান, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুবুল আলম দোলন, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান হোসেন শাহজাহান, মহিলা যুবদল সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, উপজেলা কৃষকদল আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা আক্তার শিল্পীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনাটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তারা দাবি করেন। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।



















