, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত; নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’ অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ১২টি গরুসহ তিন ডাকাত গ্রেপ্তার শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি,চক্রের ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা নবীনগরে গোলাগুলিতে যুবক গুরুতর আহত, পুলিশের তদন্ত অব্যাহত লালমনিরহাটের সাফল্যে গাঁথা শিবরাম স্কুল, সুনাম অর্জনে প্রথম ডিমলায় আল আমিন ছুরিকাঘাতের ঘটনায় আরো আটক- ১, মোট গ্রেফতার-৫ হাদীর ওপর গুলিবর্ষণ: গ্রেপ্তার দাবিতে চান্দিনায় বিএনপির বিক্ষোভ মাকে মারধর ও নির্যাতন ছেলের, মাদকাসক্ত ছেলেকে কোমরসমান মাটিতে পুঁতে দিল এলাকাবাসী।

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত;

  • প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে
  • ৩৭ পড়া হয়েছে

মুহাম্মদ হাদিসুর রহমান (জয়পুরহাট) প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ রবিবার (১৪ ডিসেম্বর) জয়পুরহাট জেলা কালাই উপজেলা একটা শিক্ষা প্রতিষ্ঠান কালাই ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা এবং সবশেষে বিশেষ দোয়া মাহফিল।
সকালে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জনপ্রিয়

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত;

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত;

প্রকাশের সময় : ১৮ ঘন্টা আগে

মুহাম্মদ হাদিসুর রহমান (জয়পুরহাট) প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ রবিবার (১৪ ডিসেম্বর) জয়পুরহাট জেলা কালাই উপজেলা একটা শিক্ষা প্রতিষ্ঠান কালাই ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কলেজ কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা এবং সবশেষে বিশেষ দোয়া মাহফিল।
সকালে কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।