মোঃ নয়ন ইসলাম ডিমলা নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর ডিমলায় আল আমিন ইসলামকে ছুরিকাঘাতের ঘটনায় আরও এক জনকে আটক করেছে পুলিশ। নতুন আটক হলেন ডিমলা উপজেলার বাবুর হাট এলাকার মোঃ আলাল ইসলাম। সে পলাতক মূল হামলাকারী নাসিম হোসেনের মামা বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও সে উপজেলা সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য বলে জানা যায়।
এর আগে খগাখড়িবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব শরিফুল ইসলাম সেলিম এবং ডিমলা উপজেলা সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রাব্বি হাসান, বাবুরহাট এলাকার রুয়েল ও রানা'কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাব্বি হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ ডিসেম্বর) নীলফামারীর বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
জানা যায়, ২৭ নভেম্বর দুপুর ১২টার দিকে ডিমলা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আল আমিন ইসলাম (১৬) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ব্রেঞ্চ নিয়ে দ্বন্দকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘদিন আইসিইউতে থাকার পর বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। আহতের পরিবার বলছে, আল আমিনকে পরিকল্পিতভাবে হামলার ফাঁদে ফেলা হয়েছিল। ঘটনার সঙ্গে স্থানীয় সন্ত্রাসী নাসিম ও তার সহযোগীরা জড়িত।
ঘটনার পর আল আমিনের পরিবার বাদী হয়ে ডিমলা থানায় মামলা করেন। মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে মোট ৪/৫জনকে আসামি করা হয়। এ পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছে, পলাতক রয়েছেন মূল অভিযুক্ত নাসিম।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, "পুরো হামলার নেপথ্যে কারা ছিল, কারা পরিকল্পনা করেছে এবং পলাতক নাসিম কোথায় লুকিয়ে আছে, এসব জানতে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ। রিমান্ডে নতুন কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।"
তিনি আরও জানান, "নাসিমকে গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চলছে। তাকে এলাকায় আড়াল করা হচ্ছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।"