
জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে আখাউড়া উপজেলার কর্নেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ সাইফুল ইসলাম উত্তর মনিয়ন্ধ এলাকার বাসিন্দা এবং তিনি মোহাম্মদ জয়নাল মিয়ার পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সঙ্গে স্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান।



















