
মুহাম্মদ হাদিসুর রহমান ক্ষেতলাল,জয়পুরহাট (প্রতিনিধিঃ)১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি)-এর জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
১৬ই ডিসেম্বর ২০২৫ রোজ:- মঙ্গলবার সকালে, জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। জয়পুরহাট জেলা আইএইচআরসি-এর সভাপতি মোঃ আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোঃ রানা হোসেন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আইএইচআরসি জয়পুরহাট জেলা শাখার অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। আইএইচআরসি নেতৃবৃন্দ বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে পবিত্র আমানত। মানবাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।” তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে আইএইচআরসি কার্যালয়ে আলোকসজ্জা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


















