সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা প্রসাশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার ডা: আবুল কাশেম শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণের দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিসৌধের জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে দিয়ে শ্রদ্ধা জানান জয়পুরহাট জেলা প্রসাশক আল মামুন মিয়া ও জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম।
এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা প্রসাশক জেসমিন নাহার,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তৃতারা বক্তব্য দিতে গিয়ে বলেন,মহান বিজয় দিবস যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ভুলে না যায় সেজন্য নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়।এবং দেশের সার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।