
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৯ মিনিটে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ধুনট উপজেলা ইউনিট কমান্ড, ধুনট পৌরসভা, বাংলাদেশ পুলিশ ধুনট থানা, উপজেলা বিএনপি, ধুনট উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতিলতা বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফি, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফেরদৌস আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দীন টিক্কা, সাধারণ সম্পাদক এম.এ রাশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা কর্মকর্তাবৃন্দ, প্রকৌশলী, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তারা এবং বিএনপির নেতাকর্মীরা।


















