
জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: oআজ ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস। জাতির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সদা সচেষ্ট থাকবে এই হোক মহান বিজয় দিবসের অঙ্গীকার।



















