, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ার শেরপুরে সোপানের উদ্যোগে ১৮ পরিবারকে বিনামূল্যে ছাগল বিতরণ শ্রীপুরে অর্ধ কোটি টাকার ভেজাল সার কারখানা সীলগালা। বগুড়া শাজাহানপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ গ্রেপ্তার ০৬ ‎মহান বিজয় দিবসে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন লালমনিরহাটের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন ‎মহান বিজয় দিবসে লালমনিরহাটে গ্রাম বাংলা বাউল শিল্পী গোষ্ঠী’র পক্ষ হতে পুস্তস্তবক অর্পন বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে জাল টাকাসহ দুই জাল কারবারি গ্রেপ্তার মেহেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ অরুণের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর সহ-সভাপতি হলেন মোঃ বাবু হাসান মাওনা থেকে শ্রীপুরের সেই চিরচনা পথ,অপেক্ষার প্রহরী ও একটি অবাধ্য চাকা

ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর সহ-সভাপতি হলেন মোঃ বাবু হাসান

  • প্রকাশের সময় : ২৩ ঘন্টা আগে
  • ২১ পড়া হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলা (উত্তর) এর সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ বাবু হাসান। তাঁর এই পদায়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ত্যাগী, সাহসী ও দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে তাঁর এই অর্জনকে ছাত্ররাজনীতিতে নিষ্ঠা ও পরিশ্রমের যথার্থ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নেতাকর্মীরা জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনসহ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় দল তাঁর প্রতি আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মোঃ বাবু হাসান আগামীতেও গণতন্ত্র, ন্যায়বিচার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

সূত্রে জানা যায়, বিগত সময়ে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু-র সঙ্গে বিভিন্ন মিছিল, সভা ও রাজনৈতিক কর্মসূচিতে দুঃসময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাবু হাসান। যে সময় বিএনপির নাম উচ্চারণ করতেও অনেকেই ভয় পেতেন, সে সময় সাহসিকতার সঙ্গে ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশ নেন তিনি।

 

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে রাজনৈতিক কর্মসূচির ছবি ও বক্তব্য প্রকাশ করে তিনি দলীয় অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। নিজেকে গর্বের সঙ্গে একজন “জিয়া সৈনিক” হিসেবে পরিচয় দিয়ে এলাকায় ছাত্র ও যুবসমাজকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর এই দৃঢ়তা ও সাহসিকতা এলাকার বহু মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করেছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

 

ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর সহ-সভাপতি হিসেবে তাঁর দায়িত্বপ্রাপ্তিকে সংগঠনের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন অনেকে। ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীকে দায়িত্ব দেওয়ায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।দায়িত্বপ্রাপ্তির পর মোঃ বাবু হাসান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে ছাত্রদলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াই আমার লক্ষ্য।”

জনপ্রিয়

বগুড়ার শেরপুরে সোপানের উদ্যোগে ১৮ পরিবারকে বিনামূল্যে ছাগল বিতরণ

ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর সহ-সভাপতি হলেন মোঃ বাবু হাসান

প্রকাশের সময় : ২৩ ঘন্টা আগে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা জেলা (উত্তর) এর সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোঃ বাবু হাসান। তাঁর এই পদায়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ত্যাগী, সাহসী ও দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে তাঁর এই অর্জনকে ছাত্ররাজনীতিতে নিষ্ঠা ও পরিশ্রমের যথার্থ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নেতাকর্মীরা জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনসহ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় দল তাঁর প্রতি আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মোঃ বাবু হাসান আগামীতেও গণতন্ত্র, ন্যায়বিচার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

সূত্রে জানা যায়, বিগত সময়ে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু-র সঙ্গে বিভিন্ন মিছিল, সভা ও রাজনৈতিক কর্মসূচিতে দুঃসময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাবু হাসান। যে সময় বিএনপির নাম উচ্চারণ করতেও অনেকেই ভয় পেতেন, সে সময় সাহসিকতার সঙ্গে ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশ নেন তিনি।

 

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে রাজনৈতিক কর্মসূচির ছবি ও বক্তব্য প্রকাশ করে তিনি দলীয় অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। নিজেকে গর্বের সঙ্গে একজন “জিয়া সৈনিক” হিসেবে পরিচয় দিয়ে এলাকায় ছাত্র ও যুবসমাজকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর এই দৃঢ়তা ও সাহসিকতা এলাকার বহু মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করেছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

 

ঢাকা জেলা ছাত্রদল (উত্তর) এর সহ-সভাপতি হিসেবে তাঁর দায়িত্বপ্রাপ্তিকে সংগঠনের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন অনেকে। ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীকে দায়িত্ব দেওয়ায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।দায়িত্বপ্রাপ্তির পর মোঃ বাবু হাসান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে ছাত্রদলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াই আমার লক্ষ্য।”