
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ র্যাব-১২, সিপিএসসি বগুড়া-এর অভিযানে বগুড়া সদর থানার মফিজ পাগলার মোড় এলাকা থেকে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাঈদ শোভন (২৬),কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া সদর থানার মামলা নং-৬২, তারিখ ১৭/০১/২০১৯ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় দায়েরকৃত জি,আর নং-৬২/১৯ (সদর) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাঈদ শোভন গ্রেপ্তার এড়াতে মফিজ পাগলার মোড় এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল আনুমান সন্ধ্যা ৬ টার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়া-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ ওয়াজেদ আলী ওরফে শাখা। তার বাড়ি শেরপুর রোড, মফিজ পাগলার মোড়, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পুরাতন Redmi স্মার্ট মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২,৫৫০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় দেশকে অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




















