এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোপান এর উদ্যোগে ১৮টি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে ছাগল প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে খানপুর পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার ১৮টি হতদরিদ্র পরিবারকে দুইটি করে মোট ৩৬টি ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযমীর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাইম হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোপানের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস সুজন।
বক্তারা বলেন, দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সোপান সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।