খাজা রাশেদ,লালমনিরহাট :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতির অবিস্মরণীয় এই দিনটি উদযাপনে,সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠান ও সংগঠন রেলি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এরই ধারাবাহিকতায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে,বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে লালমনিরহাট মুক্তিযুদ্ধ সৃতিস্তম্ভে,বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার পক্ষ হতে
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের স্মরণে,শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পুষ্পস্তবক অর্পন করেন,বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন,লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন ইসলাম।
এছাড়া ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল ও যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আসলাম উদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ঐ সময়ে উপস্থিত ছিলেন।