
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট থানার পুলিশের অভিযানে মোর্শেদ আলী (৩৫) নামে এক গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া চারটি গরু ও একটি নাম্বারবিহীন ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মোর্শেদ আলী ঢাকা জেলার ধামরাই থানার কাচারাজাপুর এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মৃত হযরত আলীর ছেলে জুয়েল হোসেন (৫০)-এর বাড়ির পূর্ব পাশের আঙিনায় অবস্থিত গোয়ালঘর থেকে তিনটি বিদেশি ফ্রিজিয়ান জাতের গাভী গরু গত বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে রাত ১টার মধ্যে চুরি হয়।
পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমান ২টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে জুয়েল হোসেন দরজা খোলা ও গরুগুলো না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে ধুনট থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে অবহিত করেন।
সংবাদ পেয়ে ধুনট থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। একই রাত আনুমান ৩টার দিকে ধুনট উপজেলার গোড়াইবাড়ি ইউনিয়নের বাকশাপাড়া এলাকা থেকে গোসাইবাড়ীগামী আঞ্চলিক পাকা সড়ক থেকে একটি ট্রাকসহ চারটি গরু উদ্ধার করা হয় এবং গরু চোর মোর্শেদ আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে মোর্শেদ আলী গরু চুরির ঘটনা স্বীকার করেন। তিনি জানান, এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন সহযোগী জড়িত রয়েছে, যারা বর্তমানে পলাতক। উদ্ধারকৃত গরুগুলো ট্রাকে করে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও তিনি স্বীকার করেন।
একই রাত (১৮ ডিসেম্বর) রাত ৩টা ২০ মিনিটে উদ্ধারকৃত চারটি গরু ও ট্রাক জব্দ তালিকাভুক্ত করে ধুনট থানায় আনা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী গরুর মালিক জুয়েল হোসেন থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন।
চুরি যাওয়া গরুর বিবরণ অনুযায়ী – বিদেশি ফ্রিজিয়ান জাতের তিনটি গাভী গরু (এর মধ্যে দুটি সাদা-কালো পাকড়া), প্রতিটির আনুমানিক মূল্য ২ লাখ টাকা এবং একটি কালো রঙের গাভী, মাথায় সাদা দাগ ও পেছনের দুই পায়ে সাদা পাকড়া, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। মোট মূল্য আনুমানিক ৫ লাখ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন,“গরু চুরির সংবাদ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় চারটি চুরি হওয়া গরু ও একটি নাম্বারবিহীন ট্রাক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”




















