
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ধুনট সদর ইউনিয়নের পশ্চিম চান্দারপাড়া এলাকার মামুন-রাসেল বসতবাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,-পশ্চিম চান্দারপাড়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মামুন (৩৩), একই গ্রামের রাসেল (২৮) এবং ধুনট সদরপাড়া গ্রামের মৃত আলমের ছেলে রানা মিয়া (২৮)।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণী জানান, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মামুনের দেহ তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের ডান পাশের সাইড পকেট থেকে ১০ পিস, রাসেলের প্যান্টের পকেট থেকে ১৫ পিস এবং রানার জ্যাকেটের পেছনের অংশ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




















