নয়ন ইসলাম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত শহীদ উসমান হাদী হত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ডিমলা উপজেলার বিজয় চত্বরে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
এসময় শহীদ উসমান হাদী'র আত্মার মাগফেরাত কামনায় দোয়া'র মধ্যে দিয়ে ‘আপামর জুলাই ঐক্য সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিজয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা শহীদ উসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যারা সোচ্চার ছিলেন, তাদের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ভারত থেকে বাংলাদেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে জোড় দাবি জানায়।
সমাবেশে বক্তব্য দেন— স্বেচ্ছাসেবক দল ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইদুজ্জামান বাবু, ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল সভাপতি প্রিন্স লিমন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জিয়ারুল ইসলাম জিয়া, ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিনুর রহমান, সহ-সভাপতি তাইবুল ইসলাম, ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি নীলফামারী জেলা শাখার সদস্য সচিব মো. রাব্বি ইসলাম, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ সাকিল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি নীলফামারী জেলা শাখার সংগঠক মো. মজিবুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন— মো. মোশাররফ হোসেন, নাছির ভুঁইয়া, মো. মসলেম উদ্দিন, কাওসার ইভান, আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক সকল কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরও জোরদার করা হবে।