শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা আনুমানিক ২টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. রাফিউল ইসলাম (১৮)। তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে। রাফিউল ইসলাম শেরপুর শহীদিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসা থেকে ২০২৫ সালে আলিম পাস করেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে নিজ গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।