
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রাতিনিধি: কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ নাজমুল ইসলাম শামীম নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনীর ২৩ বীর অংশ নেয়। গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে শামীমের বাসভবনে অভিযান চালিয়ে স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে র্যাবের জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করা হয়।
অভিযানে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, বিভিন্ন ধরনের গোলাবারুদ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন ও ব্যক্তিগত কাগজপত্র জব্দ করা হয়।
আটক শামীম জাঙ্গালিয়া এলাকার মরহুম আব্দুল হালিমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
অস্ত্রসহ তাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।



















