মোঃ নয়ন ইসলাম, ডিমলা নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং একজন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদী এবং নাউতারা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২০ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ডিমলা উপজেলার নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জন ব্যক্তিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া গয়াবাড়ী ইউনিয়নে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে চালকবিহীন অবস্থায় ২টি ট্রাক্টর পাওয়া যায়, যা আইনানুগভাবে জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবীর। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানায়, জনসচেতনতা বৃদ্ধি ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।