এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ দেশ ও জাতির কল্যাণ এবং দুনিয়া-আখেরাতের শান্তি কামনায় বগুড়ার ধুনটে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা শান্তিপূর্ণভাবে আখেরি মোনাজাতে সমাপ্ত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ধুনট পৌরসভার পূর্ব ভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি মাঠে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ঢাকার কাকরাইল মসজিদের তাবলীগের মুরুব্বি মাওলানা আব্দুল মতিন মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাত চলাকালে মুসল্লির সম্মিলিত ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। বিশেষ দোয়ার মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র উম্মতে মুসলিমার কল্যাণ কামনা করা হয়। প্রায় অর্ধলক্ষ মুসল্লি এতে অংশগ্রহণ করেন।
ইজতেমা শেষে আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হওয়ার জন্য ১২টি চিল্লার জামাত গঠন করা হয়, যাতে প্রায় দুইশত মুসল্লি অংশগ্রহণ করেন। এছাড়া আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ তারিখে টঙ্গীর খুরুজে অংশগ্রহণের জন্য বিশেষ দাওয়াত প্রদান করা হয়।
ইজতেমার প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরুব্বিরা ইমান, আমল ও দ্বীনের দাওয়াত বিষয়ক বয়ান প্রদান করেন। অধিকাংশ বয়ান বাংলা ভাষায় হলেও বিদেশি মুরুব্বিরা আরবি ও ইংরেজিতে বয়ান করেন, যা দোভাষীর মাধ্যমে বাংলায় অনুবাদ করা হয়।
ইজতেমার দায়িত্বশীল মাওলানা মাসুদুর রহমান সুমন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে। ধুনট ইজতেমার মাধ্যমে মুসল্লিরা নামাজ, বয়ান, তালিম ও দোয়ার মাধ্যমে ধর্মীয় জ্ঞান ও ইমান-আমলের শিক্ষা গ্রহণ করেন।