
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট পৌরসভার কালী মন্দির ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ডাইম ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার ও কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দিরের পাশে নির্মাণাধীন ডাইম ভবনের অবস্থিত ধুনট উপজেলা প্রেসক্লাবের উপর দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত রুমে ভেতর থেকে হঠাৎ বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ধুনট থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশবিশেষ এবং লাল কস্টেপ মোড়ানো টিনের কৌটার একটি অংশ উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।



















