জাহাঙ্গির আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৯ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে মিলন মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয় মো. আবু ছায়েদের ছেলে মিলন মিয়া (২৮) কাশিমপুর, বিজয়নগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।