
কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। শনিবার ও রোববার যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।ভোরে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো কাজিপুর। সকাল ১০টার পরও সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।এ দিকে কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। নৌপথে ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চরাঞ্চলের চরনাটিপাড়া গ্ৰামের খলিল মিয়া (৬০) বলেন, ‘খুব ঠান্ডা বাসাসে বের হওয়া যায় না। কাম তো করা লাগবে তাই করতে যাই।’ ঠাণ্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।বুরুঙ্গি গ্রামের বাদশা মিয়া (৭০) বলেন এই শীতের মধ্যে পেটের জ্বালায় যাইতে হয়।






















