আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে নূরে হোসাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৫। বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বদরখালী ডিগ্রি কলেজে, সকাল ১০টা থেকে। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণি (বিদ্যালয় ও মাদ্রাসা) এবং সপ্তম শ্রেণি (বিদ্যালয় ও মাদ্রাসা) পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ বৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।
বৃত্তি পরীক্ষাটি পরিচালনা করছে আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন ও আব্দুল হান্নান গণগ্রন্থাগার। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিকতা ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিযোগিতামুখী করে গড়ে তুলতেই এই স্মৃতি বৃত্তির আয়োজন করা হয়েছে।