এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেদ প্রকাশ নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা ডাংগারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারত ও বাংলাদেশের যৌথ একটি গরু পারাপারকারী দল দহগ্রাম আঙ্গোরপোতা ডাংগারপাড়া সীমান্তের ১/৭ নম্বর পিলার এলাকায় জড়ো হয়। তাদের দেখে বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ী ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে।
এ সময় ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে বিএসএফ সদস্য বেদ প্রকাশ বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে একটি বাড়িতে প্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি আঙ্গোরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে এবং তার অস্ত্র ও গোলাবারুদ নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিএসএফ। বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা বিওপি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দহগ্রামের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, ভারত বেষ্টিত হওয়ায় দহগ্রামে বিএসএফ প্রায়ই উসকানিমূলক কর্মকাণ্ড করে থাকে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ করে এবং সেই বেড়ায় বড় বড় মদের বোতল ঝুলিয়ে উসকানি দিয়েছিল।
বিজিবি ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী ও সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।