কাজিপুর প্রতিনিধিঃ
বস্ত্র ও পাট মন্ত্রালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) কাজিপুর উপজেলা প্রশাসন ও পাট উন্নয়ন কর্মকর্তা কার্যালয় কাজিপুর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাটবীজ প্রশিক্ষণ কর্মসূচিতে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভার্চুয়াল বক্তব্য রাখেন পাট অধিদপ্তর ঢাকার অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার, সিরাজগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর তালুকদার, স্বাগতিক বক্তব্য রাখেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান। আরও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক বিএডিসি সিরাজগঞ্জ মো.শফিকুল ইসলাম, রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাহিদুল ইসলাম।পাট চাষিদের মধ্যে বক্তব্য রাখেন সুজন মিয়া ওআমিনুল। প্রশিক্ষণে অংশ নেয় উপজেলার ৭৫ জন পাট চাষি। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, " কৃষিকাজে এবং কৃষকের দিক বিবেচনা করে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে সরকার। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে সব চেয়ে বড় শক্তি এই কৃষি সেক্টর। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কৃষক তৈরি করতে পারলে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে।