মোঃসুলতান মাহমুদ, স্টাফ রিপোর্ট : ‘গণমাধ্যমের উপর হামলার মধ্যদিয়ে সাংবাদিকদের কন্ঠ স্তব্ধ করার প্রয়াস কোনোদিন পূর্ণ হবে না। প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধ হয়নি, বন্ধ করার চেষ্টা বৃথা।প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা ও সাংবাদিক নূরুল কবীরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিকরা। সোমবার দুপুরের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এ মানববন্ধনে অংশ নেন দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ,ডেইলি স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মঞ্জুরুল হক, চ্যানেল নাইন এর গাজীপুর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আবীর, এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম রানা, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডল, পরিবেশ বিষয়ক সংগঠন রিভার এন্ড ন্যাচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান খুরশেদ, জিটিভির শ্রীপুর প্রতিনিধি মোতাহার খান, দৈনিক ভোরের চেতনার শফিকুল ইসলাম, দেশ রপান্তরের রেজাউল করিম সোহাগ, দৈনিক সময়ের আলো শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন, দৈনিক কাল বেলার সুমন শেখ, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ওয়াসিম আকরাম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার আশরাফুল ইসলাম, চ্যানেল ১৮ এর সোলাইমান মোহাম্মদ, এশিয়ান টিভির সুমন গাজী, চ্যানেল এস এর মো. কাওসার, দৈনিক চিত্রর কবির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
এসময় বক্তারা বলেন, ‘ জুলাই বিপ্লবের পর একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য আপামর জনগণ অপেক্ষায় আছে। সেই মুহূর্তে একটি পক্ষ বাংলাদেশ গড়ার বিরোধিতা করছে। দেশ ও বিদেশের প্রাণপ্রিয় দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকদের পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তারা। তাদের অফিস জ্বালিয়ে দিয়েছে। আমরা বলব, আমাদের ধ্বংস করার চেষ্টা করে লাভ নেই। অতীত থেকে দেখে আসছি সাংবাদিকদের ধ্বংস করা যায় না। বরং যারা ধ্বংস করার চেষ্টা করে তারা ধ্বংস হয়ে যায়। এই দুটি পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করার মধ্য দিয়ে সব মানুষের কাছে তারা ঘৃণিত হয়েছে। একজন বরেণ্য সাংবাদিকের উপর হামলা হয়েছে। এ ধরনের অগ্নিসংযোগ, হামলা ও পুড়িয়ে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধা বলেন, কোনো কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখার চেষ্টা সফল হয়নি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর গণমানুষের মধ্য থেকে প্রতিবাদ উঠছে। বিপুল পরিমাণ পাঠক দেশজুড়ে এমন ঘটনার নিন্দা করছেন। এতে যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে ফায়দা লুটতে চান, তারা উল্টো মানুষের ঘৃণার শিকার হচ্ছেন। আপনাদের উদ্দেশ্য সফল হবে না। পত্রিকা দুটো প্রকাশ হচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত ঘৃণিত কাজ। মতের সঙ্গে দ্বিমত থাকলে সেটা গণমাধ্যমের মধ্যদিয়েই খন্ডন করা উচিত, ধ্বংসযজ্ঞ করে নয়