এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা রোধের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সামনে টিম বাইকারস অ্যাসোসিয়েশন শেরপুর এবং শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ক্যাম্পেইনে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের বিষয়ে সচেতন করা হয়। এ সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সড়ক দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া গতির ক্ষতিকর প্রভাব এবং আইন অমান্যের পরিণতি তুলে ধরে বক্তব্য দেন।
আয়োজকরা জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ উদ্যোগে স্থানীয় মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।