
মোমিন আলি লস্কর জয়নগর প্রাতিনিধি : প্রাম্ভ্রিক কৃষকের আধুনিক চাষের যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।জয়নগর এক নম্বর ব্লক প্রশাসন ও কৃষিদপ্তরের সহযোগিতা জয়নগর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনা এদিন ব্লকের কৃষকদের হাতে সরকারির ভর্তুকি কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে এই দিন দুপুরে জয়নগর এক নম্বর ব্লকের ছয়টি অঞ্চলে কৃষকের প্রয়োজনীয় পাওয়া টিলার, জলসেচের পাম্প, স্প্রে মেশিন ধান ঝাড়াই মেশিন, সহ আধুনিক কৃষিযন্ত্রপাতি বিতরন করা হয়। তাতে উপকৃত হয়েছে , জয়নগর এক নম্বর ব্লকে ৬টি অঞ্চলের চাষীরা। এ বিষয়ে উপভোক্তা বামনগাছি অঞ্চলের এক কৃষক বলেন সরকারি সাহায্যে চাষের সরঞ্জাম পেয়ে আমরা খুব উপকৃত হলাম। বিশেষ করে কৃষি যন্ত্রপাতির সাহায্যে চাষ করে শ্রম এবং খরচের অনেকে সাশ্রয় হবে।এদিন কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরে এক নম্বর ব্লকের বিডিও শুভজিত দাস।এ ডি এ মহাদেব বারুই,জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহ-সভাপতি সুহানা পারভিন বৈদ্য,নারী ও শিশু শিক্ষার কর্মাধ্যক্ষ পাপিয়া মন্ডল,কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু মালিক, মেম্বর শিখা মন্ডল, কৃষি ও সেচ দপ্তরে কর্মধক্ষ্য শান্তনু মালিক সাংবাদিকের মূখে মুখি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রাপ্তিক কৃষকদের জন্য এই প্রকল্প চালু করেছেন। এতে আর্থিকভাবে দুর্বল কৃষকরা উপকৃত হবেন।আমাদের জয়নগর ব্লক প্রশাসন এবং কৃষিদপ্তরের সহযোগিতায়, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ট্রাক্টর ৮ টি, স্পে মেশিন ২৩টি, পাম্প সেট ৯টি, ধান ঝাড়াই মেশিন ২২টি, কৃষকদের,হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দিলেন জয়নগর বিডিও শুভজিত দাস, জয়নগর এক নম্বর ব্লকের সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহ সরকারী আধিকারিকরা।



















