এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার রাজাপুর উপজেলা অফিসের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর রাজাপুর সদর বাজার রোডে ইসলামিয়া ফার্মেসি সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার উপ-সম্পাদক, রাজাপুর উপজেলার কৃতি সন্তান, শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সিফাতউল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়। রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হওয়ায় পত্রিকার পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজাপুর উপজেলা অফিসের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার উপদেষ্টা ও সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. আহসান হাবিব সোহাগ। এতে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দিন মাহমুদ, মো. হুমায়ুন কবির হিমু এবং সৈয়দ শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. কামরুল হাসান মুরাদ, নির্বাহী সম্পাদক মো. এমরান হোসেন আদনানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার বার্তা সম্পাদক মো. সাইদুল ইসলাম।
বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সিআইপি সিফাতউল্লাহর এ স্বীকৃতি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে রাজাপুরে সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার কার্যক্রম বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আনসার বিন ইয়াসিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার নিজস্ব সংবাদদাতা সৈয়দ বাইজিদ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।