কাজিপুর প্রতিনিধিঃ
আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ ( কাজিপুর) আসনে এমপি পদে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন শাব্বির আহমদ তামীম। শনিবার ২৭ ডিসেম্বর তিনি কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এবি পার্টি মনোনীত এমপি প্রার্থী তামিম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তার দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আশাবাদ ব্যক্ত করেন, সিরাজগঞ্জ–১ আসনের সচেতন ভোটাররা যোগ্য, সৎ ও নীতিবান নেতৃত্ব নির্বাচন করবেন।