
কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তাকে গান্ধাইল গ্ৰামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। নিশ্চিত করে কাজিপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আবু সাইদ বলেন, গ্ৰেফতারকৃতকে পুরাতন একটি নাশকতার মামলায় গ্ৰেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গান্ধাইল গ্ৰামের আশরাফুল আলম ৯০ দশকের শেষ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।এর আগে তিনি জেলা ছাত্রলীগ বিভিন্ন পদে ও কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদের ৫ মেয়াদে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত ২০০৮ সাল থেকে তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।এই নিয়ে জনমনে চলছে নানা প্রশ্ন।
























