কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ১ (কাজিপুর ও সদর আংশিক) সংসদীয় আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি) প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন শাব্বির আহমদ তামীম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।আমার বাংলাদেশ (এবি পার্টির) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মনোনয়নপত্র দাখিলের পর শাব্বির আহমদ তামীম বলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমার কতগুলি ভিশন আছে, মিশন আছে, আমার কথাগুলো যদি জনগণের কাছে উপস্থাপন করতে পারি। আমার বিশ্বাস এ আসনের জনসাধারণ আমাকে সমর্থন করবে। আর ওনাদের সমর্থন পেয়ে আমি বিজয়ী হবো, এটা আমার একান্ত প্রত্যাশা। সকলের নিকট দোয়া চাই। এ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।