
কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক পালনের ঘোষণা করা হলেও প্রথম দিন (৩১ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলন করেনি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এ বিষয়ে দায়িত্বরত উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল বলেন, মৎস্য অফিস উপজেলা কম্পাউন্ডের ভিতরে, ইউএনও অফিসে তুললেই হবে। কম্পাউন্ডের অন্যান্য অফিস শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করে রাখলেও মৎস্য অফিসে নয় কেনো, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমাকে আপনি অভিযোগ লিখিত দিন, আমরা চিঠি দিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করবো। সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ঘটনা সত্যি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে।এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ বুধবার ৩১ ডিসেম্বর হতে শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য প্রজ্ঞাপন জারি করেন। এতে উক্ত তিনদিন বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন, এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে।






















