, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আখাউড়া মসজিদপাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসীর আতঙ্ক

  • প্রকাশের সময় : ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৪৯৪ পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদপাড়া এলাকায় একটি পরিবারের বিরুদ্ধে চরম অত্যাচার ও কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই পরিবারটি এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে আসছে, যার ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।ভুক্তভোগী সাংবাদিক হেলাল উদ্দিন অভিযোগ করে জানান, হারিস ড্রাইভার, তার স্ত্রী কামরুন্নেহার বেগম, ছেলে ফরহাদ মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাহেব সর্দারদের নামেও মিথ্যা মামলা দায়ের করে ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে।অভিযোগে আরও বলা হয়, উক্ত পরিবারটি মাদক ব্যবসা, ইয়াবা কারবার ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকাবাসীর প্রশ্ন—এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তারা এখনো কেন আইনের আওতায় আসেনি? অভিযোগ রয়েছে, প্রশাসনের একটি অংশকে ‘ম্যানেজ’ করে তারা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এদিকে, ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক দেলোয়ার হোসেন চৌধুরীর ওপর হামলার অভিযোগও ওঠে। হামলায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, গ্রামের সাহেব সর্দারদের হুমকি ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ওই পরিবারটি।
এ বিষয়ে সাংবাদিক হেলাল উদ্দিন প্রশাসন ও সহকর্মী সাংবাদিকদের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন,
“আমি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও আমার সহযোদ্ধা সংবাদমাধ্যমের ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি—এই সমাজের নিকৃষ্ট ও অত্যাচারী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমার পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা আমার পরিবারের পাশে দাঁড়ান।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

আখাউড়া মসজিদপাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসীর আতঙ্ক

প্রকাশের সময় : ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদপাড়া এলাকায় একটি পরিবারের বিরুদ্ধে চরম অত্যাচার ও কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই পরিবারটি এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে আসছে, যার ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।ভুক্তভোগী সাংবাদিক হেলাল উদ্দিন অভিযোগ করে জানান, হারিস ড্রাইভার, তার স্ত্রী কামরুন্নেহার বেগম, ছেলে ফরহাদ মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাহেব সর্দারদের নামেও মিথ্যা মামলা দায়ের করে ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে।অভিযোগে আরও বলা হয়, উক্ত পরিবারটি মাদক ব্যবসা, ইয়াবা কারবার ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকাবাসীর প্রশ্ন—এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তারা এখনো কেন আইনের আওতায় আসেনি? অভিযোগ রয়েছে, প্রশাসনের একটি অংশকে ‘ম্যানেজ’ করে তারা এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এদিকে, ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক দেলোয়ার হোসেন চৌধুরীর ওপর হামলার অভিযোগও ওঠে। হামলায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, গ্রামের সাহেব সর্দারদের হুমকি ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ওই পরিবারটি।
এ বিষয়ে সাংবাদিক হেলাল উদ্দিন প্রশাসন ও সহকর্মী সাংবাদিকদের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন,
“আমি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও আমার সহযোদ্ধা সংবাদমাধ্যমের ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি—এই সমাজের নিকৃষ্ট ও অত্যাচারী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমার পরিবার আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা আমার পরিবারের পাশে দাঁড়ান।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।