
মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রুহিয়া থানার বটিনা গ্রামে টাংগন ব্রিজ এলাকায় অবস্থিত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কমলা বাগান জয়নাল আবেদীনের। প্রায় দশ বিঘা এলাকা জুড়ে কমলা এবং মালটা বাগান টি সকলের মন কেড়ে নিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ দূরদূরান্ত থেকে এই কমলা বাগান টি দেখার জন্য আসে। সুদূর রংপুর থেকে আশা একজন দর্শক গণমাধ্যম কর্মীদের জানান এই কমলা বাগানে আসলে মনে হয় দার্জিলিঙে আছি। এখানকার ডিসিপ্লিন এবং পরিবেশ আমাদের মন কেড়ে নেয়।এখানকার কমলা এবং মালটা অত্যন্ত সুস্বাদু এবং রসালো। কমলা এবং মাল্টা বাগান চাষী জয়নাল আবেদিন জানান সরকারিভাবে সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে এটা আরো বড় আকারে করবো ইনশাল্লাহ। কমলা বাগান দেখতে আসা দর্শনার্থীরা জানান জেই রাস্তা দিয়ে আমরা আসি সেই রাস্তাটির অবস্থা বেহাল, এই রাস্তাটি কাঁচা এবং বড় বড় গর্ত থাকার কারণে চলাচলের অনুপযোগী,এই রাস্তাটি মেরামত করা হলে আরো দর্শনার্থী বাড়বে। বোদা কলেজপাড়ার বাসিন্দা মাহিন ইসলাম জানান বর্তমানে এই কমলা বাগানটি বিনোদন কেন্দ্র হিসেবে সকলের কাছে পরিচিত।


















