
কাজিপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনে এবি পার্টির প্রার্থী শাব্বির আহমদ তামীমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।আজ ৩ জানুয়ারি শনিবার সিরাজগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।এর আগে, গত ২৯ ডিসেম্বর সোমবার কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।মনোনয়নপত্র জমা দেওয়ার পর এবি পার্টির প্রার্থী শাব্বির আহমদ তামীমের বলেন, আমার অঙ্গীকার সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও শিক্ষাবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা। চরের মানুষের ভোগান্তি লাগবের জন্য আমি কাজ করব। মানুষের জীবন মান উন্নয়ন ও কর্মক্ষেত্রের জন্য আমি কাজ করব। চরে ও এই এলাকায় মানসম্মত শিক্ষা হবে সবার জন্য সহজলভ্য, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে নিরাপদ, আধুনিক প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধসমৃদ্ধ। শিক্ষিত প্রজন্মই গড়ে তুলবে দক্ষ মানবসম্পদ, আর সেই মানবসম্পদই নিশ্চিত করবে উন্নত, মানবিক ও সমৃদ্ধ সিরাজগঞ্জ-১।























