মোঃ নয়ন ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ডিমলা উপজেলায় দিনব্যাপী সরকারি দপ্তর ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকাল থেকে শুরু হওয়া এ পরিদর্শন কর্মসূচির আওতায় তিনি ডিমলা থানা, এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা, কমিউনিটি ক্লিনিক, সরকারি বিদ্যালয়, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম, উপজেলা ভূমি অফিস, কৃষি দপ্তর, উপজেলা নির্বাহী অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এছাড়াও অসহায় ও দুস্থ পথচারীদের হাতে শীতবস্ত্র (কম্বল) উপহার দেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ডিমলা উপজেলার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।